আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজায়ী ৬ সেপ্টেম্বর আরব টেলিভিশন কেন্দ্রকেসাক্ষাত্কার দেয়ার সময়ে তালিবান এবং অন্যান্য সরকার-বিরোধী সশস্ত্র সংস্থার প্রতি অস্ত্র সমর্পন এবং আফগানিস্তানের জনগণের সঙ্গে দেশের পুনর্গঠনকাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
কারজায়ী বলেছেন, যদি তালিবান আর অন্যান্য সরকার বিরোধী সশস্ত্র সংস্থা আফগানিস্তানের সমাজে ফিরে আসতে চায়, তবে তাদের ক্ষমা করা হবে। তিনি তালিবান আর সরকার-বিরোধী অন্যান্য সশস্ত্র সংস্থার প্রতি দেশের সুদূরপ্রসারী স্বার্থ বিবেচনা করে জনগণের সঙ্গে দেশের পুনর্গঠনকাজের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
|