চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৬ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৮ সেপ্টেম্বর ক্যানাডা এবং মেক্সিকো সফর করবেন।
সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেয়ার সময় ছিন কাং বলেছেন, অয়োয়ায় হু চিন থাও ক্যানাডার গর্ভণর জেনারেলের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং ক্যানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। টোরোন্টোয়তিনি প্রথম চীন-ক্যানাডা অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামে উপস্থিত থাকবেন এবং বক্তৃতা দেবেন। দুই দেশে সফর করার পর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।
ছিন কাং বলেছেন, যদিও হু চিন থাওয়ের মার্কিন সফর পিছিয়ে গেছে, তবু দু'দেশের দুই শীর্ষ নেতা জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিতব্য শীর্ষ সম্মেলন চলাকালে বৈঠক করবেন।
|