চীনের জাতীয় গণ পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে "একবিংশ শতাব্দী ফোরাম ২০০৫" এর সম্মেলনে অংশগ্রহণকারী মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্ট জোয়াকুমি অলবার্টো ছিসানো, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ , ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে মৌরয় , জার্মানীর সাবেক চ্যান্সেলর হেলমুট স্মিথ প্রমুখ সাবেক বিদেশী নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে চিয়া ছিং লিন বলেছেন, আপনারা হচ্ছেন বিশ্ব বিখ্যাত রাজনীতিবিদ , এবং চীনের পুরোনো বন্ধু। এবার চীনে আপনাদের আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে আমরা আশা করি, আপনাদের রাজনৈতিক ক্ষেত্রের সমৃদ্ধ অভিজ্ঞতার আলোকে সক্রিয়ভাবে বিশ্বায়নের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় বিভিন্ন দেশ আর অঞ্চলের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা করা এবং সমস্যা সমাধানের উপায় উত্থাপন করা।
তিনি আরো বলেছেন, চীন সরকার "জনসাধারণের চাহিদাভিত্তিক সুষম সমাজ গঠনের" লক্ষ্যবস্তু উত্থাপন করেছে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়ন বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সমাজের সুষম অগ্রগতি সাধন করবে।
|