দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যমের খবরে প্রকাশ , দক্ষিণ কোরিয়া সরকার ইরাক থেকে এক হাজার সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করেছে , এর ফলে ইরাকে মোতায়েন দক্ষিণ কোরীয় সৈন্যের সংখ্যা দু'হাজার দু'শো হবে ।
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন উন্মুক্ত জাতীয় পার্টির রাজনৈতিক সমন্বয় কমিশনের দ্বিতীয় চেয়ারম্যান কিম সুং গুন ৫ সেপ্টেম্বর জানিয়েছেন , দক্ষিণ কোরিয়া সরকারের ইরাক মোতায়েন ইনজিনিয়ার , মেডিক্যাল ও সম্মুখ-যুদ্ধ কোরের সৈন্য কমানোর পরিকল্পনা আছে । প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি মাসে সংসদের কাছে ইরাকে দক্ষিণ কোরীয় বাহিনী ইরাকে আরও এক বছর মোতায়েন করা এবং সৈন্যের সংখ্যা দু'হাজার দু'শোতে কমানোর প্রস্তাব দেবে ।
|