আন্তর্জাতিক শক্তি সম্পদ সংস্থা দুর্যোগকালীন তেলের মজুদ ব্যাবহার করার সিদ্ধান্ত নেয়ার পর আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম অব্যাহতভাবে কমছে ।
৫ সেপ্টেম্বর , লন্ডন আন্তর্জাতিক পণ্য বাজারের ব্রেন্ট অশোধিত তেলের ফিউচার্স দাম ৬৫ ডলারের চেয়ে কম , যুক্তরাষ্ট্রের শ্রম দিবসের কারণে নিউয়র্ক পণ্য বাজার ৫ তারিখে বন্ধ ছিল ।