পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাঈম খান ৫ সেপ্টেম্বর ইসলামাবাদে বলেছেন, পাকিস্তান ইরানের পারমাণবিক সমস্যায় যে কোনো ধরণের শক্তি প্রয়োগের বিরোধিতা করেছে।
তিনি বলেছেন, ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সংক্রান্ত প্রস্তাবে ইরানের আন্তর্জাতিক অধিকার ও দায়িত্ব পুরোপুরি বিবেচনা করা উচিত। তিনি আরো বলেছেন, শিগ্গীরই ইরানের পারমাণবিক সমস্যা বিষয়ক আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি পাকিস্তান সফর করবেন। তিনি পাকিস্তানকে ইরান, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে পরামর্শের অবস্থা অবহিত করবেন।
|