ইসরাইল বেতারের সূত্রে প্রকাশ,ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন ৫ সেপ্টেম্বর রাতে জেরুজালেমে লিকুদ পার্টির আংশিক সদস্যদের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, ইসরাইল অব্যাহতভাবে জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের প্রধান ইহুদী বসতি এলাকা সম্প্রসারণ করবে।
শ্যারন বলেছেন, ইসরাইল অব্যাহতভাবে মা আলেহ আদুমিম এবং আরিয়েলসহ জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কয়েকটি বড় ধরণের ইহুদী বসতি এলাকা সম্প্রসারণ করবে। তিনি আরো বলেছেন, ইসরাইল ভবিষ্যতে গাজা থেকে প্রত্যাহার কার্যক্রমের মতো বিরাটাকারের প্রত্যাহার কার্যক্রম চালাবে না।
অন্য খবরে জানা গেছে, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী শাউল মোফাজ দু'সপ্তাহ আগে আরিয়েল বসতি এলাকায় আরো ১১৭টি বাড়িঘর প্রতিষ্ঠার পরিকল্পনা অনুমোদন করেছেন। কিন্তু ইসরাইলী প্রধানমন্ত্রীর অফিসের কর্মকর্তা ৫ সেপ্টেম্বর উল্লেখিত এলাকায় ইসরাইলের আরো তিন হাজার বাড়িঘর প্রতিষ্ঠার খবর অস্বীকার করেন।
|