মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মুদ স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর মারাকাছ রাজপ্রাসাদে মরক্কো সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
সাক্ষাত্কালে উ পাংকুও চীন ও মরক্কোর সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং ষষ্ঠ মোহাম্মুদকে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম এবং চীন-আরব সহযোগিতা ফোরামের অবস্থা ও পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। ষষ্ঠ মোহাম্মুদতাতে প্রশংসা ও সমর্থন করেছেন। তিনি বলেছেন, মরক্কো সরকার সক্রিয়ভাবে দুটো ফোরামের কাজে অংশ নেবে।
একইদিন উ পাংকুও মরক্কোর প্রধানমন্ত্রী দ্রিস জেতৌর সঙ্গে সাক্ষাত্ করেছেন। উ পাংকুও আশা করেন, চীন-মরক্কো আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এক নতুন মানে উন্নীত হবে এবং বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার হবে। জেতৌ উ পাংকুওয়ের মরক্কো-চীন সম্পর্ক সম্বন্ধে মূল্যায়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রস্তাবের প্রশংসা করেন। তিনি আরো বলেছেন, মরক্কো সরকার দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে সুযোগ সৃষ্টি করবে।
একইদিন উ পাংকুও আলাদা আলাদাভাবে মরক্কোর সিনেট এবং প্রতিনিধি পরিষদের স্পীকারের সঙ্গে বৈঠক করেছেন।
|