মরক্কো সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর রাবাতে মরক্কোর প্রধানমন্ত্রী প্রিস জেতৌর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
উ পাংকুও চীন-মরক্কো সম্পর্ক প্রতিষ্ঠার ৪৭ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন, তিনি আশা করেন চীন-মরক্কো আর্থ-বাণিজ্য সম্পর্ক এক নতুন মানে উন্নীত হবে। তিনি জোর দিয়ে বলেছেন, চীন মরক্কোর সঙ্গে উভয় পক্ষের কল্যাণের নীতিতে বাণিজ্যিক উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও শিল্প সহযোগিতা, শক্তি সম্পদ,মত্স্য, টেলিযোগাযোগ, বস্ত্রবয়ন ইত্যাদি ক্ষেত্রের অর্থবিনিয়োগ জোরদার এবং পর্যটন সহযোগিতার উন্নয়ন করতে ইচ্ছুক।
জেতৌ উ পাংকুওয়ের মূল্যায়ন ও প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেছেন মরক্কো চীনের শিল্পপ্রতিষ্ঠানকে মরক্কোতে অর্থবিনিয়োগ ও কারখানা প্রতিষ্ঠা করা এবং যৌথভাবে আফ্রিকা ও ইউরোপের বাজার উন্নয়ন করার ক্ষেত্রে স্বাগত জানায়। মরক্কো সরকার দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতার জন্যে সুযোগ সৃষ্টি করবে।
|