বাংলাদেশের সংগে আন্তঃদেশীয় তেলবাহী পাইপ নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য ভারতের তেল মন্ত্রী মনি শংকর আইয়ার ৫ তারিখ ঢাকায় পৌঁছেছেন ।
একই দিন ঢাকায় পৌঁছুলে আইয়ার এই মত প্রকাশ করেছেন যে , বাংলাদেশ দক্ষিণ এশিয় উপ মহাদেশের জন্য শক্তি সম্পদের নিরাপত্তা যুগানোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে ।
সফরকালে আইয়ার বাংলাদেশের প্রধান মন্ত্রী খালেদা জিয়া আর পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান প্রমুখ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সংগে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে বৈঠক করবেন ।
খবরে প্রকাশ , একদিনব্যাপী সফরে আইয়ার বাংলাদেশ পক্ষের সংগে বাংলাদেশ হয়ে মায়ানমার থেকে ভারত পর্যন্ত তেল ও প্রাকৃতিক গ্যাসবাহী পাইপ প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব চালু হওয়ার বিষয়ে আলোচনা করবেন ।
|