৫ সেপ্টেম্বর ১৯০১ মার্কিন প্রেসিডেন্ট মেচিলে গুপ্ত ঘাতকের শিকার হন
১৯০১ সালের ৫ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট মেচিলে গুপ্ত হত্যার শিকার হন । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিত্সার ব্যর্থতায় তিন দিন পর তিনি হাসপাতলে মারা যান। তিনি ছিলের মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট যিনি গুপ্ত ঘাতকের শিকার হন।
৫ সেপ্টেম্বর ১৯০৫ চীনের ভূখন্ডে জাপান-রাশিয়া যুদ্ধ শেষ হয়
১৯০৫ সালের ৫ সেপ্টেম্বরযুক্তরাষ্ট্রে ২৫ দিনব্যাপী আলোচনার পর জাপান আর রাশিয়ার মধ্যে 'পুসমাওস চুক্তি' স্বাক্ষরিত হয়।যার ফলে চীনের ভূখন্ডেজাপান-রাশিয়া যুদ্ধের অবসান ঘটায়। ১৯০৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের পুসমাওসে দু' দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হয়। চীনের ছিং রাজবংশের সরকার পর পর জাপান, রাশিয়া এবং অন্যান্য দেশের প্রতি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয় জাপান-রাশিয়া চুক্তিতে চীনের কোনোঘটনার সঙ্গে জড়িত থাকলে চীনের অনুমোদন না পেলে এই চুক্তি কার্যকর হবে না । চীনের ছিং রাজবংশের সরকার এক সময় এই চুক্তি স্বাক্ষরে অংশ নিতে চায়, কিন্তু জাপান আর রাশিয়ার আপত্তিতে ছিং রাজবংশের সরকার সে সুযোগ পায়নি।
৫ সেপ্টেম্বর নাসির চূড়ান্ত জনসমাবেশ নিউল্যানর্বাগে অনুষ্ঠিত হয়
১৯৩৭ সালের ৫ সেপ্টেম্বর জার্মানীর নিউল্যানবার্গে নাতসিদের চূড়ান্ত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। হিটলার এই জনসমাবেশে উপস্থিত ছিলেন। এই জনসমাবেশের আকার ছিল নজরবিহীন। হিটলার ৬ লক্ষের অভিযাত্রা পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সহ বিদেশের কূটনীতিবিদরা এই জনসমাবেশে উপস্থিত ছিলেন।
৫ সেপ্টেম্বর ১৯৭২ মিউনিখ অলিম্পিক গেমসের রক্তাক্ত ঘটনা
১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে জার্মানীর মিউনিখে অনুষ্ঠিত ২০তম অলিম্পিক গেমসে স্বাগতিক দেশ প্রথম বার যথাযথ বৈদ্যুদিক হিসাব যন্ত্র ব্যবহার করে । প্রথম বারের মতো টেলিভিশনে প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারিত হয়। তবে অলিম্পিক গেমসের শেষের দিকে অলিম্পিক ইতিহাসে নজরবিহীন শোচনীয় ঘটনা ঘটে। ৫ সেপ্টেম্বর ভোর ৫টায় যখন ক্রিড়াবিদরা ঘুম থেকে উঠেন তখন প্রায় দশ জন ফিলিস্তিনের ' কালো সেপ্টেম্বের' কমান্ডো চুপি চুপি অলিম্পিক পল্লিতে প্রবেশ করে। সন্ত্রাসীরা ইস্রাইলিপ্রতিনিধি দলের বসবাসের জায়গায় ছুটে যায়। ইস্রাইলের ভারোত্তলন দলের কোচ সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারান। এক জন কর্মচারীও সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন। অবশেষে ৯জন ইস্রাইলী ক্রীড়াবিদ পনবন্দী হিসেবে অপহৃত হন। সকাল ৯টায় ১২০০ পুলিশ গোটা অলিম্পিক পল্লী অবরোধ করেন। দুপুর বেলায় সন্ত্রাসবাদীরা ইস্রাইলের কারাগারে আটকৃত ২০০জন ফিলিস্তিণীকে মুক্তি দেওয়ার দাবি জানায়। এক দিনব্যাপী আলোচনার পর জামার্নী হেলিকপ্টারে পনবন্দী আর সন্ত্রাসবাদীদের কায়রোয় পাঠাতে রাজি হয়। কিন্তু জামার্নী পক্ষ গোপনে বিমান বন্দরে পনবন্দীদের মু্ক্ত করার দেওয়ার পরিকল্পনা নেয়। অবশেষে বিমান বন্দরের গুলি বিনিময়ে ৯জন ইস্রাইলী ক্রিড়াবিদ গুলিতে মারা যায়। তা ছাড়া ৫জন সন্ত্রাসবাদী আর ২জন পুলিশ নিহত হয়।৬ সেপ্টেম্ব আন্তজার্তিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান এই দিনকে শোক প্রকাশের দিন হিসেবে ঘোষণা করেন। প্রতিযোগিতা এক দিনের জন্য বিরত থাকে। ৮০ হাজার লোক শোক সভায় যোগ দেন। ৭ সেপ্টেম্ব প্রতিযোগিতা আবার শুরু হয়।
৫ সেপ্টেম্ব ১৯৮৭ প্রথম চীনা শিল্পকলা উত্সব শুরু
১৯৮৭ সালের ৫ সেপ্টেম্বর পেইচিংএর রাজধানী জিমন্যাসিয়ামে প্রথম চীনা শিল্পকলা উত্সব শুরু হয়।
৫ সেপ্টেম্বর ১৯১৯ কোকোকোলা কাম্পানি প্রতিষ্ঠা
১৯১৯ সালের ৫ সেপ্টেম্বর কোকোকোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
|