ভারতের উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতরের একজন কর্মকর্তা ৫ সেপ্টেম্বর বলেছেন , এই প্রদেশে জাপানী ব্রেন ফিভারে প্রকোপে সাড়ে ৪ শো জন মারা গেছে । এর মধ্যে বেশির ভাগই শিশু ।
এই কর্মকর্তা বলেছেন , এই রোগের প্রকোপ এখনো বিস্তৃত হচ্ছে । এ পর্যন্ত সরকার যে নিহতের সংখ্যা প্রকাশ করেছে , তা পুরোপুরি সরকারী হাসপাতাল থেকে এসেছে । চিকিত্সা আর ওষুধের অভাবের দরুণ গ্রামাঞ্চলে সম্ভবতঃ কয়েক হাজার শিশু এই সংক্রামক রোগে মারা গেছে ।
এই প্রদেশের ৭৫ লক্ষ ১৫ বছরেরও কম বয়সী কিশোর-কিশোরীকে টিকা দেয়ার জন্য উত্তর প্রদেশের সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে টিকা সাহায্য দেয়ার আবেদন জানিয়েছে । কিন্তু এ পর্যন্ত শুধু ২ লক্ষটি টিকা উত্তর প্রদেশে পাঠানো হয়েছে । এটা চাহিদার চেয়ে অনেক কম ।
|