৪ সেপ্টেম্বর চীনের উপ বাণিজ্য মন্ত্রী মাদাম মা স্যু হোং চীনস্থ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে মার্কিন সরকারকে ঘূর্ণি ঝড়ে দুর্গতদের ত্রান সামগ্রী দান বিষয়ক চীন সরকারের একটি স্মারক লিপি অর্পণ করেছেন ।
কাট্রিনা ঘূর্ণি ঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশের জন্য জানমালের গুরুতর ক্ষয়ক্ষতি ডেকে এনেছে । মার্কিন সরকার আর জনগণের প্রতি চীনের সরকার আর জনগণের আন্তরিক সহানুভূতি আর সমবেদনা প্রকাশ করার জন্য সম্প্রতি চীন সরকার মার্কিন সরকারের কাছে ৫০ লক্ষ মার্কিন ডলার নগদ আর এক পরিমাণ ত্রাণ সামগ্রী সাহায্য দানের সিদ্ধান্ত নিয়েছে ।
চীনস্থ ভারপ্রাপ্তমার্কিন রাষ্ট্রদূত ডেভিদ সিডনি মার্কিন সরকার আর জনগণের পক্ষ থেকে চীনের বিভিন্ন মহলের সময়োচিত সাহায্য আর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন । তিনি চীনের কাছে সংশ্লিষ্ট তথ্য আর দুর্গত এলাকার জরুরী প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কিত একটি তালিকাও অর্পণ করেছেন ।
|