v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-05 19:30:26    
পেইচিং যুবকযুবতীরা এই গ্রীষ্মকালিন ছুটিতে আনন্দের সঙ্গে বিজ্ঞান শিখেছে

cri
    দ্বিতীয় পেইচিং যুবকযুবতীদের হাই-টেক প্রদর্শনী ২০ জুলাই চীনের সামরিক জাদুঘরে উদ্বোধন হয়েছে। এবারকার প্রদর্শনীর স্লোগান হলো "যৌবন, হাই-টেক, স্বাস্থ্য ও সভ্যতা"। এ প্রদর্শনীতে প্রচুর বিজ্ঞান সম্পর্কিত তথ্য এবং মজার মজার ইন্টারএকটিভ পরীক্ষা গ্রীষ্মকালিন ছুটিতে যুবকযুবতীদের একটি আনন্দের সঙ্গে বিজ্ঞান শেখার সুযোগ দিয়েছে।

    জানা গেছে, ২০০৪ সাল থেকে চালু হওয়া পেইচিং যুবকযুবতীদের হাই-টেক প্রদর্শনী হলো গ্রীষ্মকালিন ছুটিতে রাজধানীর যুবকযুবতীদের জন্য বিরাট আকারের বিজ্ঞান জড়িত তত্পরতা। চলতি বছরের প্রদর্শনী গত বছরের চেয়ে আরো ভাল হয়েছে। এবারকার প্রদর্শনীতে প্রথমবার নিউ মিডিয়া আর্ট প্রদর্শন হয়েছে। পেইচিংয়ের বিজ্ঞান কমিটি ও ছিংহুয়াং বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এই নিউ মিডিয়াম আর্ট প্রদর্শনী আয়োজিত হয়। এতে আটটি দেশের বহু শিল্পী বিজ্ঞান ও চারুকলা, ডিজিটল প্রযুক্তি ও প্রচার, নেটওয়ার্ক ও মাধ্যম ক্ষেত্রের সর্বশেষ গবেষণার ফলাফল ও প্রবণতা প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৪টি ভিডিও ওয়ার্ক ও ১৭টি ইন্টারএকটিভ গেমস রয়েছে, যেমন, যত তাড়াতাড়ি করতালি দিলে ভিডিওতে মানুষ তত তাড়াতাড়ি দৌড়ে এবং সামনের বড় স্ক্রিনের ছবি দেখে মনে হয়, যেন নিজেই ছবির ভেতরকার জায়গায় আছি ইত্যাদি।

    প্রদর্শনীটি অনেক ভাগে বিভক্ত। "যান্ত্রিক পতংগ" নামক বিভাগে এশীয় পঙ্গপাল, গন্ডার কাঁচপোকা ইত্যাদি১১টি আসল সাইজের অনেক গুণ বড় করা যান্ত্রিক পতংগ দেখানো হয়। কম্পিউটারের নিয়ন্ত্রণে যান্ত্রিক পতংগগুলো আসল পতংগের মতো বিভিন্ন আচরণ করে। ডিজিটলে মাধ্যম নামক বিভাগে পেইচিং টিভি, পেইচিং রেডিও ও পেইচিং সকাল পত্রিকার কর্মকর্তারা পরিদর্শনকারী যুবকযুবতী নিয়ে রহস্যময় স্টিউডিও দেখিয়েছেন। স্টিউডিও তারা রেকর্ডিং, এডিটিং ইত্যাদি যন্ত্র দেখেছে এবং নিজেরাই এডিটিং ও সংবাদ প্রচার করেছে। এতে তারা অনেক আনন্দ পেয়েছে। পেইচিং সকাল পত্রিকার প্রদর্শনীতে একটি ডিজিটাল এডিটিং যন্ত্র আছে, সেখানে যুবকযুবতীরা পত্রিকা সম্পাদনার প্রক্রিয়া দেখতে পারে।

    প্রদর্শনীর আরেকটি বিভাগ সবচেয়ে জনপ্রিয়, তা হলো "প্রচীনকালের জীবনযাত্রা অনুভব করা"। অনেক যুবকযুবতীরা কর্মকর্তাদের সাহায্যে নিজেরাই মাটির পাত বানানো, কাঠের উপরে ড্রিলিং করে আগুণ পাওয়া ইত্যাদি তত্পরতায় অংশগ্রহন করেছে। এতে তারা অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখার আনন্দ পেয়েছে।

    প্রদর্শনীতে বিজ্ঞান উদ্ভাবন বিভাগে পেইচিং শহরের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণার ফলাফল ও ছোট উদ্ভাবন প্রদর্শন করা হয়। যেমন অন্ধ মানুষের জন্য দরজার রিং বেল, চুরি-বিরোধী যন্ত্র এবং পরিবেশ-সহায়ক পশু পালন ব্যবস্থা ইত্যাদি ৫০টিরও বেশী উদ্ভাবন কাজ। এ সব উদ্ভাবন ছোট হলেও উদ্ভাবকদের অসাধারণ মনোভাব ও সৃজনীশক্তি ফুটিয়ে তুলেছে। ভবিষ্যতের বিজ্ঞানীরা সম্ভবত তাদের মধ্যে জন্ম হবে।