৫ সেপ্টেম্বর সকালে ইন্দোনেশিয়ার মানতালা বিমানসংস্থার একটি বোইং ৭৩৭ যাত্রিবাহী বিমান ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১৪১জন নিহত হয়েছে। তাদের মধ্যে কিছু বিমানবন্দরের স্থল-কর্মী।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রী রাজাসা বলেছেন, বিমানের সকল আরোহীই নিহত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্থানীয় সাহায্য সংস্থা বলেছে, এতে কমপক্ষে ছয়জন যাত্রী জীবিত থাকতে পারেন। এই ছয়জন আহতের চিকিত্সার্থে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।এই যাত্রিবাহী বিমান মেদান শহর ছেড়ে রাজধানী জাকার্তা যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পর স্থানীয় একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। অত্যধিক উঁচু তাপমাত্রার কারণে ত্রাণ- কাজ আস্তে আস্তে চলছে।
|