চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন ও ইউরোপ উভয়েরই উচিত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, চীন ও ইউরোপের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে আরো বেশি বিষয়বস্তু দেয়া।
থাং চিয়া শুয়েন চীনে অষ্টম চীন-ইউরোপ নেতৃবৃন্দের বৈঠকে অংশগ্রহণকারী ই ইউ পরিষদের মহাসচিব হাভিয়ের সোলানার সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, চীন আর ইউরোপের উচিত আন্তর্জাতিক সমস্যায় সহযোগিতা আরো জোরদার করা উচিত, যাতে বিশ্ব শান্তি রক্ষাএবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য আরো বিরাট অবদান রাখা যায়। তিনি বলেছেন, নতুন পরিস্থিতি মোকাবেলায় দু'পক্ষের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণ করা, সহযোগিতার বিষয়বস্তু সমৃদ্ধ করা এবং সহযোগিতার মান উন্নত করা উচিত।
সোলানা বলেছেন, ইউরোপ আশা করে, ইউরোপ-চীন নেতৃবৃন্দের বৈঠক ব্যবস্থার মাধ্যমে দু'পক্ষের সহযোগিতা অব্যাহতভাবে গভীর করবে, আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে।
|