চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে অষ্টম চীন-ইউরোপ নেতৃবৃন্দের বৈঠকের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। চীন ও ইউরোপীয় নেতারা সমস্বরে বলেছেন, তাঁরা চীন ও ইউরোপের সার্বিক রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।
জানা গেছে, ইউরোপীয় নেতাদের মধ্যে অন্তর্ভুক্ত আছেন ই ইউর পালাক্রমিক সভাপতি রাষ্ট্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার, ই ইউ কমিশনের চেয়ারম্যান ম্যানুয়েল বারোসো এবং ই ইউ পরিষদের মহাসচিব হাভিয়ের সোলানা।
হু চিন থাও বলেছেন, চীন পক্ষ চীন-ইউরোপ সম্পর্কের উপর উচ্চ মানের গুরুত্ব দেয়, ই ইউ যে এক চীন নীতি অনুসরণ করে এবং সক্রিয়ভাবে দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করে, তার জন্যে প্রশংসা করে। চীন-যুক্তরাজ্য সম্পর্ক প্রসঙ্গে হু চিন থাও বলেছেন, চীন যুক্তরাজ্যের সঙ্গে দু'দেশের সার্বিক রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক আরো গভীর করার জন্য মিলিত প্রচেষ্টা চালাতে চায়।
ব্লেয়ার বলেছেন, ইউরোপ আর চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্র এবং রাজনৈতিক ক্ষেত্রউভয় দিক থেকেই রণনৈতিক অংশীদার। বারোসো বলেছেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্যে কল্যাণকর। তা ইউরোপকে আরো বেশি সুযোগ এনে দেবে। সোলানা বলেছেন, ইউরোপ আশা করে, চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে, সন্ত্রাস-দমন, পারমাণবিক অস্ত্রের অবিস্তার প্রভৃতি সমস্যায় সহযোগিতা আর সমন্বয় জোরদার করবে।
|