২২তম বিশ্ব আইন সম্মেলন ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনের আগে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত আইনের প্রশাসন নির্মান জোরদার করা , যাতে "জাতিসংঘ সনদের" উদ্দেশ্য ও মৌলিক নীতি এবং সর্বজনীন আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি আন্তর্জাতিক সমাজের কার্যকলাপের মৌলিক নীতিতে পরিণত হতে পারে।
এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে " আইনের প্রশাসন আর আন্তর্জাতিক সুষম সমাজ"। ৬০টিরও বেশি দেশ আর অঞ্চল থেকে আসা ১৫০০ জনেরও বেশি প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন। চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য লো কান উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, আন্তর্জাতিক সুষম সমাজ গঠন করতে চাইলে রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরকে সম্মান করা, অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, সাংস্কৃতিক ক্ষেত্রে উন্মুক্ত এবং অন্তর্ভুক্তকরা , নিরাপত্তার ক্ষেত্রে পরস্পরের আস্থা বাড়ানোর মৌলিক নীতি অনুসরণ করা উচিত।
জানা গেছে, এবারকার সম্মেলন পেইচিং , শাংহাই এই দুটি মহানগরীতে অনুষ্ঠিত হবে, ১০ সেপ্টেম্বর শেষ হবে।
|