দশদিনব্যাপী এপেক উচ্চ পদস্থ কর্মকর্তা সম্মেলন ৫ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়োংজুতে উদ্বোধন হয়েছে । এবারকার সম্মেলনে বিশ্বায়নের সমস্যা নিয়ে পরামর্শ করা হচ্ছে এবং নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এপেক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুতি নেয়া হবে ।
জানা গেছে , সম্মেলনে অংশগ্রহণকারীরা এপেকের সদস্য দেশগুলো বোগোর দফা বৈঠকের লক্ষ্য বাস্তবায়নের অবস্থা সংক্রান্ত রিপোর্ট যাচাই করবেন , যাতে নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য অনাষ্ঠানিক শীর্ষ সম্মেলনে এই রিপোর্ট গৃহিত হতে পারে ।
সম্মেলনে এপেকের বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা আলোচনা ত্বরান্বিতকরণ প্রস্তাব নিয়ে পরামর্শ করা হবে , যাতে ডিসেম্বর মাসে হংকংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দোহার উন্নয়ন প্রক্রিয়া সংক্রান্ত আলোচনার নির্দেশাবলী গৃহিত হতে পারবে ।
|