চীনের প্রথম আন্তঃদেশীয় তেলবাহী নল --- চীন-কাজাখস্তান তেলবাহী নলের নির্মানকাজ চুড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। চীন ও কাজাখস্তানের নির্মান কর্তারা ১৬ ডিসেম্বরের আগে "আতাসু থেকে আলা গিরিসংকটগামী" তৃতীয় নল চালু করার সকল শর্ত সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।
প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ চীন-কাজাখস্তান নল প্রকল্পের "আতাসু থেকে আলা গিরিসংকটগামী" অংশটি ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। চীন ও কাজাখস্তানের সীমান্ত অঞ্চল আলা গিরিসংকটে দু'দেশের প্রথম আন্তঃদেশীয় এর মাধ্যমে তেলবাহী নল সংযোজন হবে।
১৯৯৭ সালে চীন ও কাজাখস্তান যৌথভাবে এই তেলবাহী নল নির্মানের পরিকল্পনা উত্থাপন করে।
|