মার্কিন সরকার ১ সেপ্টেম্বর "ক্যাটরিনা" ঘূর্ণিঝড় দুর্গত অঞ্চলকে দেয়া বিদেশ সাহায্য গ্রহণ করার কথা ঘোষণা করার পর আন্তর্জাতিক সমাজ যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ১ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইসকে পাঠানো তারবার্তায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, এবং হতাহতদের আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই দিন চীনের রেডক্রস সোসাইটি মার্কিন পক্ষের কাছে ১ লাখ মার্কিন ডলার সাহায্য হস্তান্তর করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৩ সেপ্টেম্বর বলেছেন, চীন সরকার মার্কিন ঘূর্ণিঝড় দুর্গত অঞ্চলের জনগণকে ৫০ লাখ মার্কিন ডলার এবং কিছু ত্রাণ সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন, চীন ত্রাণ ব্যবস্থা সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
যুক্তরাজ্য, কিউবা, ভেনিজুয়েলা, জাপান, ফিলিপাইন, ভারত এবং অস্ট্রেলিয়া আলাদা আলাদাভাবে মার্কিন ঘূর্ণিঝড় কবলিত অঞ্চলকে সাহায্য দেয়ার কথাও জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন, জাতিসংঘ যুক্তরাষ্ট্রের ত্রাণকাজকে যথাসাধ্য সহায়তা করবে।
|