চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে স্মারক অনুষ্ঠান ৩ সেপ্টেম্বর পেইচিংয়ে মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে । জাপান আর দক্ষিণ কোরিয়ার প্রধান প্রধান সংবাদ মাধ্যম এই স্মারক অনুষ্ঠান আর চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের গুরুত্বপূর্ণ বক্তৃতার ওপর ব্যাপক মনোযোগ দিয়েছে এবং তা বিস্তারিতভাবে প্রচার করেছে । জাপানের 'আসাহি শিম্বুন' প্রভৃতি সংবাদ মাধ্যম মনে করে যে , হু চিন থাওয়ের বক্তৃতায় যেমন জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০ তম বার্ষিকী উপলক্ষে চীনের জাঁকজমকপূর্ণ স্মারক অনুষ্ঠানের কথা রয়েছে , তেমনি দুদেশের বন্ধুত্বের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে ।
দক্ষিণ কোরিয়ার কে বি এস টেলিভিশন কেন্দ্রের অনুষ্ঠানে হু চিন থাওয়ের বক্তৃতায় বিশ্বের সংগে চীনের শান্তিপূর্ণ সহাবস্থানের যে আশা আকাংক্ষা প্রকাশ পেয়েছে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
সিংগাপুর , থাইল্যান্ড , ফিলিপাইন , কম্বোডিয়াপ্রভৃতি দেশের সংবাদ মাধ্যমও চীনের এই স্মারক অনুষ্ঠানের ব্যাপক প্রশংসা করেছে । তারা মনে করে যে , জাপানকে তার অতীতের আগ্রাসী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ঐতিহাসিক সমস্যা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করতে হবে ।
|