চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর মিসরে নিযুক্ত চীনা দূতাবাসের কূটনীতিক আর জাপান ও দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী চীনারা বিভিন্ন স্মারক অনুষ্ঠানের আয়োজন করেছেন ।
এই উপলক্ষে মিসরে চীনা দূতাবাসে একটি আলোচনা সভার আয়োজন করা হয় । রাষ্ট্রদূত উ শি ক্ বলেছেন , চীনের কমিউনিস্ট পার্টি জাপানী আগ্রাসনের বিরুদ্ধে চীনা জাতির ঐক্যবদ্ধ সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে । নতুন শতাব্দিতে চীনের বিভিন্ন মহলকে চীনের কমিউনিস্ট পার্টির পাশে আরো ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং চীনা জাতির আরো সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে হবে ।
জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ই টোকিওতে প্রবাসী চীনাদের একটি স্মারক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এই আশা প্রকাশ করেছেন যে , জাপানে বসবাসকারী ব্যাপক প্রবাসী চীনারা দেশপ্রেমের ঐতিহ্য সম্প্রসারিত করবেন এবং দেশের উন্নয়নের জন্য অব্যাহতভাবে অবদান রাখবেন ।
|