|
|
(GMT+08:00)
2005-09-04 18:47:00
|
|
হু চিন থাও আর বুশের টেলিফোন আলাপ
cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩ সেপ্টেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। বুশ হু চিন থাওয়ের কাছে "ক্যাটরিনা" ঘূর্ণিঝড়ের দরুণ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি বিশেষ করে জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকার এবং জনগণ চীনের সরকার ও জনগণের দেয়া বন্ধুত্বপূর্ণ সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানায়। হু চিন থাও বলেছেন, মার্কিন জনগণ গুরুতর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সময় চীনা জনগণ দৃঢ়ভাবে মার্কিন জনগণের পাশে দাঁড়াবে। তিনি আস্থা প্রকাশ করেছেন যে, মার্কিন সরকার আর জনগণ অবশ্যই দুর্যোগ কাটিয়ে উঠবেন এবং বাড়িঘর পুননির্মান করবেন। টেলিফোন আলাপে দু'দেশের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান মার্কিন সরকারের সামনে গুরুতর দুর্যোগের কথা বিবেচনা করে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে প্রেসিডেন্ট হু চিন থাওয়ের পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বিছিয়ে দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় জাতিসংঘ প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সুযোগে দুই নেতা নিউইয়র্কে সাক্ষাত্ করবেন।
|
|
|