চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৩ সেপ্টেম্বর রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।
পুতিন প্রথমে চীনা জনগণের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে হু চিন থাওকে উষ্ণ অভিনন্দন জানান।
হু চিন থাও বলেছেন, চীনা জনগণের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ এবং রাশিয়ার স্বদেশ রক্ষার যুদ্ধ উভয় বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ। সেই সময় সোভিয়েত ইউনিয়নের জনগণ চীনা জনগনকে যে মূল্যবান সমর্থন দিয়েছেন, আমরা তা কখনো ভুলবো না।
পুতিন রাশিয়া-চীন রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া আর চীনের বাহিনীর যৌথ সামরিক মহড়া সাফল্যমন্ডিত হয়েছে, এ থেকে দু'দেশের রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের মান প্রতিফলিত হয়েছে। তিনি আশা করেন, দু'পক্ষ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার হবে।
হু চিন থাও বলেছেন, চীন ও রাশিয়ার প্রথম সফল যৌথ সামরিক মহড়া দু'দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমঝোতা এবং আস্থা গভীর করেছে। দু'পক্ষের আরো প্রচেষ্টা চালিয়ে দু'দেশের রণনৈতিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা উচিত।
|