কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রো ২ সেপ্টেম্বর ঘোষণা করেছেন যে , ক্যাটরিনা নামের ঝড়ে আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রেদক্ষিণাঞ্চলের দুর্গত এলাকায় জরুরী চিকিত্সা দানের জন্যে কিউবা সরকার ১১০০জন চিকিত্সা বিশেষজ্ঞ পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে ।
এই সব চিকিত্সককে তিন কিস্তিতে যুক্তরাষ্ট্রের দুর্গত এলাকায় পাঠানো হবে । পরিকল্পনা অনুযায়ী প্রথম কিস্তির১০০জন চিকিত্সক ৩ সেপ্টেম্বর ভোরবেলায় রওয়ানা হবার কথা । দ্বিতীয়কিস্তির ৫০০ আর তৃতীয় কিস্তির ৫০০ চিকিত্সক রওয়ানার প্রস্তুতি নিচ্ছেন ।
ক্যাষ্ট্রোবলেছেন , এই সব চিকিত্সক সবাই অভিজ্ঞ বিশেষজ্ঞ । তারা ভাল করে ইংরেজী জানেন । কাস্ট্রো ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের জানমালের মারাত্মকক্ষয়ক্ষতির জন্যে গভীর সহানুভূতি জানিয়েছেন ।
|