চীন ও শ্রীলংকা ২ সেপ্টেম্বর পেইচিংয়ে যুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।
যুক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে , দুপক্ষ তীব্রভাবে সন্ত্রাসী তত্পরতার নিন্দা করে এবং সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদ সহ তিনটি অশুভ শক্তির বিরুদ্ধে অক্লান্তভাবে সংগ্রাম চালাতে দৃঢসংকল্প। চীন ও শ্রীলংকা আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাস দমনে পরামর্শ ও সহযোগিতা জোরদার করবে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , শ্রীলংকা দৃঢতার সঙ্গে এক চীন নীতি সমর্থন করে যাবে , স্বাধীন তাইওয়ান প্রতিষ্ঠার সবরকম প্রয়াসের বিরোধিতা করবে , দেশের সার্বভৌমত্ব ও ভূভাগের অখন্ডতা রক্ষার জন্যে চীন সরকার যে প্রচেষ্টা চালিয়েছে এবং স্বাধীনতাইওয়ান প্রয়াসীদের রাষ্ট্র বিভক্তির জন্যে চীন সরকার যে ব্যবস্থা নিয়েছে তা সমর্থন করবে । চীন যথাশ্রীঘ্রই মাতৃভূমির একত্রীকরণ বাস্তবায়ন করবে বলে শ্রীলংকা আশা করে ।
উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের আমন্ত্রণে শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুংগা ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করেছেন ।
|