চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ছিন কাং ৩ সেপ্টেম্বর বলেছেন , চীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্গত এলাকায় ৫০ লক্ষ মার্কিন ডলার মূল্যের ত্রানসামগ্রী এবং কিছু জরুরী প্রয়োজনীয় সামগ্রীপাঠাবার সিদ্ধান্ত নিয়েছে ।
ছিন কাং বলেছেন , যুক্তরাষ্ট্রের জানমালের ব্যাপকক্ষয়িক্ষতির কথা বিবেচনা করে চীন সরকার দুর্গত এলাকার জনগণকে ৫০লক্ষ মার্কিন ডলারের ত্রান সামগ্রী এবং কিছু জরুরী প্রয়োজনীয় ত্রানসামগ্রী পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে । দরকার হলে চীন সরকার চিকিত্সক ও রোগ প্রতিরোধক্ষেত্রের ত্রানদল পাঠাবে । চীন ত্রান বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখবে এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুর্গত এলাকার জনগণের পুনর্গঠনের কাজে সমর্থন করবে ।
|