ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সচিব ও পারমানবিক আলোচনার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ২ সেপ্টেম্বর তেহরানে বলেছেন , ইরানের পারমানবিক সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক আনবিক শক্তিসংস্থার সর্বসাম্প্রতিক রিপোর্টে ইরানের সমালোচনামূলককিছু বিষয় অন্তর্ভুক্তহলেও ইরান অব্যাহতভাবে সংস্থাটির সঙ্গে সহযোগিতা করে যাবে ।
লারিজানি বলেছেন , আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা তার নতুন রিপোর্টে ইরানের বিরুদ্ধেযে আইনগত ভিত্তিহীন সমালোচনা করেছে তা যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টি করার পরিণাম ছাড়া আর কিছু নয় । তাহলেও ইরান অব্যাহতভাবে সংস্থাটির সঙ্গে সহযোগিতা করতে চায় --যাতে এই সব সমস্যার সমাধান করা যায় । তিনি আবার ঘোষণা করেছেন যে , পারমানবিক অস্ত্র অবিস্তার চুক্তিতে যে বৈধ অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে ইরান কখনো তা পরিত্যাগ করবে না ।
|