ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ৩ সেপ্টেম্বর বলেছেন , স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় তিনি যে কোনো সময়ের চেয়ে বেশী আশাবাদী । তিনি মনে করেন যে , ইস্রাইল যে ইহুদিদের ২৫টি বসতি এলাকা থেকে প্রত্যাহার করেছে তা শিগ্গীরই জেরুজালেমকে রাজধানী হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পক্ষে সহায়ক হবে ।
আব্বাস বলেছেন , ফিলিস্তিন বিশ্বাস করে যে , ইস্রাইল অবশেষে ১৯৬৭ সালের যুদ্ধকালে চিহ্নিত সীমানারেখায় ফিরে যাবে । গাজা ও জর্ডান নদীর পশ্চিম তীর দুপক্ষের স্বাক্ষরিত ঐক্যমত অনুযায়ী সংযুক্ত হবে ।
আব্বাস ইস্রাইলের উদ্দেশ্যে গাজা অঞ্চলে ফিলিস্তিনের সম্পূর্ণ সার্বভৌমত্ব ফেরিয়ে দেয়ার এবং যততাড়াতাড়ি সম্ভব গাজা অঞ্চল থেকে সরে যাওয়ার পর বর্তানো অমীমাংসিত সমস্যা নিয়ে ফিলিস্তিনের সঙ্গে চুক্তি সম্পাদন করার আহবান জানিয়েছেন ।
|