তাইওয়ানের ৪টি বেসামরিক বিমান চলাচল কোম্পানি মূলভূখন্ডের আকাশসীমা ব্যবহারের যে আবেদন জানিয়েছিল , ২ সেপ্টেম্বর চীনের রাষ্ট্রীয় বেসামরিক বিমান চলাচল ব্যুরো তা অনুমোদন করেছে । তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরা সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময় এই মত প্রকাশ করেছেন যে , এটা তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার জন্য খুব কল্যাণকর হবে ।
মূলভূখন্ডে তাইওয়ানের ছাংরোং বিমান কোম্পানির প্রধান প্রতিনিধি চৌ পাও ইয়্যু বলেছেন , তাইওয়ানের বেসামরিক ফ্লাইট মূলভূখন্ডের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ায় ওপর থেকে অতিক্রম করায় ফ্লাইটের সময় কমে যাবে । এতে যেমন পরিসেবার মান উন্নত হবে , তেমনি ফ্লাইটের সংখ্যা বেড়ে যাবে , জ্বালানী বাঁচানো যাবে এবং মেরামতের কাঁচামালের প্রয়োজনীয়তাও হ্রাস পাবে । এটা তাইওয়ানের বেসামরিক বিমান চলাচল মহলের প্রতিযোগিতার শক্তি বাড়াতে সহায়তা করবে ।
|