চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টম্বর চীনের পিপলস ডেইলি পত্রিকা একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , বিংশ শতাব্দির তিরিশ থেকে চল্লিশের যে চীনের জাপানী আগ্রাসন যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ ঘটেছে , তা ছিল মানব জাতির হিংস্র শত্রু ফ্যাসীবাদীদের সংগে বিশ্বের শান্তিকামী আর ন্যায়পরায়ণ দেশ আর জনগণের জীবণমরণ লড়াই । ইতিহাসে প্রমাণিত হয়েছে যে , চীনা জনগণ বিশ্বের ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের জন্য বিরাট আত্মদান করেছেন এবং মানব জাতির শান্তি , অগ্রগতি আর ন্যায়সংগত অধিকারের জন্য ঐতিহাসিক অবদান রেখেছেন ।
|