চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধ আর বিশ্ব ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর সকালে পেইচিংয়ে একটি জাঁকজমকপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও তার বক্তৃতায় এই মত প্রকাশ করেছেন যে , চীনা জাতি বরাবরই ন্যায়পরায়ণ আর শান্তিকামী । তারা কোনো বল প্রয়োগ আর বহিরাগত চাপের সামনে নতি স্বীকার করে না ।
হু চিন থাও তার বক্তৃতায় বলেছেন , চীনের জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধের মহান বিজয় চীনা জাতির সকল স্বদেশীর ঐক্যবদ্ধ সংগ্রামের ফলাফল । এটাও বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী মিত্র রাষ্ট্রগুলোর সংগে চীনা জনগনের কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের ফলাফল । জাপানী আগ্রাসন বিরোধী যুদ্ধে বিজয় বিশ্বের ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধ বিজয়ের ওপর বিরাট প্রভাব ফেলে ।
|