পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নায়ীম খান ৩ সেপ্টেম্বর বলেছেন , ইসরাইল বিষয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গী পরিবর্তিত হয় নি ।
তিনি বলেছেন , পাকিস্তান গাজা- সহ ফিলিস্তিনের অঞ্চলগুলো সফর করার জন্য একটি কূটনৈতিক মিশন পাঠাবে । তারা ফিলিস্তিনি নেতৃবৃন্দের সংগে বৈঠক করবেন । তিনি জোর দিয়ে বলেছেন , ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগে পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেবে না এবং ইসরাইলের সংগে কোনো আর্থ-সামাজিক আদান প্রদান চালাবে না ।
এই মাসে জাতি সংঘের শীর্ষ সম্মেলনকালে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ ইসরাইলের প্রধান মন্ত্রী এরিয়েল শ্যারনের সংগে বৈঠক করবেন বলে যে খবর বেরিয়েছে , নায়ীম খান তা অস্বীকার করেছেন ।
|