২ সেপ্টেম্বর তেল আবিবে ইস্রাইলের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিলভান শালোম চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ বিভাগের পরিচালক ওয়াং চিয়া রুই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শালোম বলেছেন, গত কয়েক বছরে দু'দেশের সম্পর্ক দ্রুত উন্নত হয়েছে। চীন আর ইস্রাইল এশিয়ায় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে ইস্রাইল সন্তোষ বোধ করছে। তিনি চীনের বাজার অর্থনীতির সাফল্যের প্রশংসা করেন। ইস্রাইল চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক।
ওয়াং চিয়া রুই বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি আর সরকার দ্বিপাক্ষিক সম্পর্ককে বরাবরই গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, দু'পক্ষের প্রচেষ্টার মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো জোরদার করবে।
|