সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চান তে কুয়াং ১ সেপ্টেম্বর চীনের সিনচিয়াং স্বায়তশাসিত অঞ্চলের রাজধানী উরুমুচিতে বলেছেন , ১৪ সেপ্টেম্বর জাতি সংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার পক্ষ থেকে ভাষণ দেবেন । এটা হবে জাতি সংঘের অধিবেশনে এই সংস্থার প্রতিনিধির প্রথমবার ভাষণ । উরুমুচি শহরে অনুষ্ঠিত মধ্য ও পশ্চিম এশীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি ফোরামে চান তে কুয়াং এই কথা বলেছেন ।
তিনি আরো বলেছেন , সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার পর চার বছরে পারস্পরিক কল্যান ও আস্থা স্থাপন , সমতার ভিত্তিতে আলাপ -পরামর্শ, রকমারি সভ্যতার প্রতি সম্মান প্রদর্শন আর অভিন্ন উন্নয়নের নীতি অনুসারে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা আর সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারাদিতে ক্রমেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে । গত ডিসেম্বর মাসে সাংহাই সহযোগিতা সংস্থা জাতি সংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষকের স্থান পেয়েছে ।
|