কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ ২ সেপ্টেম্বর কাজাখস্তানের সংসদের অধিবেশনে বলেছেন, কাজাখ সরকার সক্রিয়ভাবে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা চালাবে এবং কমনওয়েলথের সদস্যদেশগুলোর সমষ্টিগত নিরাপত্তা চুক্তি সংস্থা ও শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে।
নাজারবায়েভ বলেছেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ, আন্তর্জাতিক সন্ত্রাস ও ধর্মীয় চরমপন্থা দমন এবং মাদক ব্যবসা দমন প্রভৃতি ক্ষেত্রে কাজাখস্তান আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা চালাবে। তা হচ্ছে কাজাখস্তানের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তা ছাড়া, পররাষ্ট্র নীতিতে কাজাখস্তান রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ই ইউ এবং মধ্য-এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার ওপর অগ্রাধিকার দেয়।
সঙ্গে সঙ্গে নাজারবায়েভ বলেছেন, কাজাখস্তান ইরাকী জনগণকে সাহায্য দেয়ার জন্যে ইরাকে বাহিনী মোতায়েন করেছে। তাই কাজাখস্তান ইরাক থেকে তার বাহিনী সরিয়ে নেবে না।
|