** হাভানা ঘোষণা প্রকাশ
হাভানা ঘোষণা হচ্ছে কিউবার জনগণের সাম্রাজ্যবাদ বিরোধী ঘোষণা। ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসের ২ তারিখে কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত জাতীয় গণকংগ্রেসে এই ঘোষণা গৃহীত হয় । এর প্রধান বিষয়: লাতিন আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশের জাতীয় মুক্তি , গণতন্ত্র, স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার ইত্যাদি অধিকার অর্জনে সহায়তা করা, চীন গণ প্রজাতন্ত্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা ।
** অলিম্পিকের জনক পিয়েরে দ্য কুবার্তিনের মৃত্যু
২ সেপ্টেম্বর পিয়েরে দ্য কুবার্তিনের মৃত্যু হয়। তিনি খাটো এবং গোঁপওয়ালা অভিজাতশ্রেণীর মানুষ-ছিলেন। তাঁর সারা জীবন অলিম্পিক গেমসের উন্নয়ন ব্রতে ব্যয় করেন তাই তিনি যথার্থই অলিম্পিকের জনক হবার যোগ্য।
তিনি হ্রদের তীরে হেটেবেড়ানোর সময় হঠাত্ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মারা যান।তাকে লোজাং শহরের উপকন্ঠে গণগোরস্থানে সমাধিস্থ করা হয়। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ১৯৩৮ সালে তাঁর হৃদপন্ডি অলিম্পিয়ায় স্থানান্তরিত করে সমাধিস্থ করা হয়। অলিম্পিয়ার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনস্থ" অলিম্পিক ইনস্টিটিউটের" ভেতরে সবুজ ঘাসেরচত্বরে একটি শেব মার্বেল পাথর দিয়ে তৈরী তার সমৃতিফলক। সমৃতিফলকের নিচের অংশ ফাঁপা, এর অর্থ তাঁর হৃদয় সবসময় স্পন্দনশীল এবং মানুষের জন্য ভালবাসায় পূর্ণ এখানে তিনি চির শান্তিতে ঘুমিয়ে আছেন।
** জার্মানীর পদার্থ বিজ্ঞানী অসওয়াল্ডের জন্ম
১৮৫৩ সালের ২ সেপ্টেম্বর রাশিয়ার লাটভিয়ায় তাঁর জন্ম । তিনি ছোটবেলায় খুব লেখাপড়া করেন, রসায়নবিদ্যার উপরে বিশেষ আগ্রহ ছিল। তিনি ঔষধের দোকান থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কিনে খেলাচ্ছলে বিভিন্ন রকমের পরীক্ষা চালাতেন। ১৮৭৫ সালে তাঁর লেখাপড়া শেষ করেন এবং ১৮৭৮ সালে ডক্টর অফ ফিলসফি ডিগ্রী অর্জন করেছেন। ১৮৮২ সালে রিগা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রফেসর হন। তখন থেকে তিনি রাসায়নিক গতিবিদ্যার বিষয়ে গবেষণা শুরু করেন।
** ১৯৯৭ সালের ২ সেপ্টেম্বর মধ্য-আমেরিকার দেশগুলোর মধ্য-আমেরিকান লিগ গঠনের সিদ্ধান্ত
১৯৯৭ সালের ২ সেপ্টেম্বর মধ্য-আমেরিকার দেশের নেতারা মানাগুয়াত বিশেষ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার সময়ে আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা আরো ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেন। শেষ দিকে " নিকারাগুয়া ঘোষণা" স্বাক্ষর করেন এবং " মধ্য-আমেরিকান লিগ" প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বিবৃতিতে বলা হয় মধ্য-আমেরিকা হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে একটি বড় পরিবার ,এখানকার বিভিন্ন দেশের জনগণের একই ইতিহাস ও ভাষা আছে, এটা হচ্ছে মধ্য-আমেরিকান লিগ গঠন করার ভিত্তি।
** দেংসিয়াওপিং চীন-রাশিয়া, চীন-মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা করেন
১৯৮৬ সালের ২ সেপ্টেম্বর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির প্রধান দেংসিয়াওপিং মার্কিন কলম্বিয়া ব্রডকাস্টিং কর্পোরেশনের ' সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে এক সাক্ষাত্কারে চীন-রাশিয়া সম্পর্ক, চীন-মার্কিন সম্পর্ক, চীনের ঐক্য ও দেশের অভ্যন্তরীন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন ।
** ১৯১০ সালের ২ সেপ্টেম্বর বিখ্যাত কবি কুও সিওছুনের জন্ম
১৯১০ সালের ২ সেপ্টেম্বর বিখ্যাত কবি কুও সিওছুন জন্ম গ্রহণ করেন। তাঁর জন্ম চীনের হোপেই প্রদেশের ছেংতে শহরে। তিনি ১৯৩৭ সালের সেপ্টেম্বর মাসে চাকরি শুরু করেন এবং নভেম্বর মাসে চীনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।
তিনি হচ্ছেন একজন বিখ্যাত আধুনিক কবি। তাঁর কয়েক দশকের জীবনে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। সমাজের অনেক গুরুত্বপূর্ণ সমস্যার উত্তর কবি ভালভাবে দিয়েছেন। ৫০-৬০এর মধ্যবর্তী যুগ এবং "সাংস্কৃতিক বিপ্লবের"দশ বছরে, কবি অনেক বিখ্যাত কবিতা লিখেছেন। তাঁর "টুয়ানফোওয়ার শরত্কাল" কালোর্ত্তীন হয়েছে।
|