৩১ আগস্ট ইরাকের রাজধানী বাগদাদে একটি সেতুর রেলিং ভেঙ্গে নদীতে ডুবে ও পদদলিত হয়ে ৯৬৫ জন নিহত এবং ৪৬৫ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সমাজ এই দুর্ঘটনার জন্যে পৃথকভাবে শোক প্রকাশ করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং পয়লা সেপ্টেম্বর বলেছেন, ইরাকে এই গুরুতর হতাহতের দুর্ঘটনার খবর পাওয়ার পর চীন সরকার ইরাকী জনগণের কাছে সমবেদনা জানিয়েছে।
জাতি সংঘ মহা সচিব কফি আনান ৩১ আগস্ট একটি বিবৃতিতে হতাহত ইরাকীদের স্বজন ও ইরাক সরকারের কাছে সমবেদনা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, জাতি সংঘ ইরাকের কাছে যাবতীয় প্রয়োজনীয় সাহায্য দিতে ইচ্ছুক।
আরব লীগের মহাসচিব আমর মুসা, জর্ডানের বাদশাহ এবং ইরানের প্রেসিডেন্ট ৩১ আগস্ট আলাদা আলাদাভাবে ইরাকের প্রেসিডেন্ট ও সরকারের কাছে শোক প্রকাশ করেছেন এবং সাহায্য দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র একই দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাগদাদের দুর্ঘটনার জন্যে গভীর দুঃখ প্রকাশ করে। মার্কিন সরকার ইরাকের সরকারের কাছে সাহায্য দিতে ইচ্ছুক।
|