দীর্ঘ ছুটির পর চীনের মূলভুখন্ডের বেশীর ভাগ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ১ সেপ্টেম্বর আবার খুলেছে । এখন থেকে মূলভুভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত তাইওয়ানের ছাত্রছাত্রীরা মূলভুভাগের ছাত্রছাত্রীদের একই পরিমানের শিক্ষার ফি দেওয়ার সুবিধা পেয়েছেন , এতে তারা খুব খুশি ।
পেইচিং বিশ্ববিদ্যালয়ের আইন ইন্সটিটিউটে অধ্যয়নরত তাইওয়ানের ছাত্র লিন ছেন তো বলেছেন , মূলভুভাগের সরকারের এই ব্যবস্থার খবর পেয়ে আমি মনে করি তাইওয়ান ও মুলভুভাগের ছাত্ররা সত্যিই একই পরিবারের সদস্য , আমাদের সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হয়েছে ।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ মূলভুভাগে অধ্যয়নরত তাইওয়ানের ছাত্রদের মূলভুভাগের ছাত্রদের একই পরিমানের শিক্ষা ফি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । জানা গেছে , এর আগে তাইওয়ানের ছাত্ররা প্রতি বছর ১২ হাজার ইউয়ান জমা দিতেন , এখন তাদেরকে মাত্র তিন হাজার ইউয়ান দিতে হয় ।
|