|
 |
(GMT+08:00)
2005-09-01 20:20:13
|
দ: কোরিয়া: শুধু পারমাণবিক অস্ত্রমুক্তকরণই মসাধান নয়
cri
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র আর বাণিজ্য মন্ত্রী বান কি মুন ১ সেপ্টেম্বর সিউলে বলেছেন, কোরীয় উপ দ্বীপের পারমাণিবক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে কোরীয় পারমাণবিক সমস্যা পুরোপুরি নিষ্পত্তি করা হলে আরও অনেক করণীয় আছে। একটি প্রাত:ভোজনে ভাষণ দেওয়ার সময়ে তিনি বলেছেন, কোরীয় পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে যে কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্র-মুক্তকরণের ব্যাপারে একমত হতে হবে তাই নয়, এই সমস্যার সঙ্গে জড়িত বিস্তারিত বিষয়ও নিষ্পত্তি করতে হবে। তিনি আরও বলেছেন, চতুর্থ দফা কোরীয় সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশনে সারগর্ভ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি বলেছেন, কোরীয় পারমাণবিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ মতভেদ বিরাজ করছে। এ সমস্যার পুরোপুরি নিষ্পত্তি চাইলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
|
|
|