১ সেপ্টেম্বর পেইচিংএ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রছিন গাং বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন মার্কিন সফরের লক্ষ্য হল সমঝোতা বাড়ানো এবং সহযোগিতা তরান্বিত করা।
মুখপাত্রটি বলেছেন, সফরকালে চীন আর যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে তাইওয়ান সমস্যা নিয়ে বৈঠক হবে। তিনি আবার ঘোষণা করেছেন, তাইওয়ান সমস্যা হচ্ছে দু'দেশের সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ সমস্যা। চীন পক্ষ আশা করে, মার্কিন পক্ষ 'এক চীন নীতিতে' অবিচল থাকবে এবং চীন-মার্কিন তিনটি যৌথ ইস্তাহার আর তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতার প্রতিশ্রুতি পালন করবে।
মার্কিন প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে প্রেসিডেন্ট হু ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফর শুরু করবেন।
|