v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-01 19:49:47    
চীন সরকার দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান ত্বরান্বিত করে

cri
     ১৯৪৯ সালে তাইওয়ান প্রণালীয় দু'পারে বিচ্ছিন্নতা সৃষ্টি হওয়ার পর তাইওয়ান আর চীনের মূলভূখন্ডের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময়ও বন্ধ হয়েছে। ১৯৭৯ সালে মূলভূখন্ড প্রথমে দু'পারের মধ্যে প্রত্যক্ষ বাণিজ্যিক আদান-প্রদান, ডাক যোগাযোগ আর বিমান চলাচল ব্যবস্থা চালু করার প্রস্তাব উত্থাপন করে। তারপর দু'পারের রাজনৈতিক পরিস্থিতির প্রশমন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পুনরুদ্ধার আর উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিকরেছে।

    ১৯৮৭ সালে তাইওয়ান পক্ষ তাইওয়ানের জনসাধারণকে মূলভূখন্ডে তাদের আত্মীয়স্বজনদের দেখতে আমার অনুমতি দেয়, এরপর অনেক তাইওয়ানী শিল্পপতিও যথাক্রমে মূলভূখন্ডের বাজার এবং সম্পদের অবস্থা পরিদর্শনের জন্য আসেন। তখনকাল তাইওয়ান দ্বীপের শ্রম শক্তির খরচ নিরন্তরভাবে বেড়ে যাওয়ার কারণে তাইওয়ানের ঘনীভূত শ্রম ধরণের শিল্পকে অনিবার্য কারণে জরুরীভাবে নিম্ন-উত্পাদন খরচ-বিশিষ্ট উন্নয়ন পরিবেশ খুঁজে বের করতে হয়। তত্কালীন চীনের মূলভূখন্ডও অর্থনীতির উন্নয়ন চেয়েছে, তবে সরকার এবং বেসরকারী খাতের পুঁজি অভাব ছিল, ফলে যথাযথ সস্তা শ্রম-শক্তি এবং বিরাট বাজারের অধিকারী চীনের মূলভূখন্ড স্বাভাবিকভাবে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর এক নতুন পুঁজি বিনিয়োগ অঞ্চলে পরিণত হয়েছে। এর মধ্যে দু'পারের জনগণের বিশেষ আত্মীয়তার মনোভাব দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দ্রুত উন্নয়নের প্রবল চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তাইওয়ানী ব্যবসায়ী মিঃ লি ইয়েন হোং সেই সময়ে প্রথম মূলভূখন্ডপরিদর্শন করেন এবং মূলভূখন্ডের সঙ্গে ব্যবসা শুরু করেন। তিনি বলেছেন,

    ১৯৮৯ সালে আমি প্রথমবার মূলভূখন্ডে এসেছি । আমার ইস্পাত ব্যবসা খুব ভালো । আমি তাইওয়ানে অর্ডার গ্রহণ করি, মূলভূখন্ডে উত্পাদন করি, তারপর যুক্তরাষ্ট্রে রপ্তানি করি।

    দু'পারের অর্থনীতি ও প্রযুক্তির বিনিময় ত্বরান্বিত করার জন্য মূলভূখন্ড পক্ষ "তাইওয়ানের ব্যবসায়ীদের পূঁজি বিনিয়োগ সুরক্ষা নিয়ম-বিধি" প্রভৃতি কতকগুলো নিয়মকানুন এবং ব্যবস্থা কার্যকরী করেছে। এই নীতি এবং ব্যবস্থাগুলোর অনুপ্রেরণায় আর মূলভূখন্ডের অর্থনীতির উন্নয়নের প্রাণশক্তির আকর্ষণে অধিক থেকে অধিকতর তাইওয়ানী ব্যবসায়ী মূলভূখন্ডের সঙ্গে রকমারি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শুরু করেন। বহু তাইওয়ানী ব্যবসায়ী মূলভূখন্ডে পুঁজিবিনিয়োগের পরিমাণ বাড়িয়েছেন এবং ব্যবসায়ের ক্ষেত্রও সম্প্রসারণ করেছেন। যেমন তাইওয়ানী ব্যবসায়ী মিঃ লিন ইয়েন হোং তাঁর ইষ্পাত ব্যবসায় ছাড়াও, মূলভূখন্ড থেকে সরগ্যাম, সবুজ বীন, লাল বীন, মটরশুঁটি ইত্যাদি মোটা খাদ্যশস্য কেনার পর তাইওয়ান এবং ভিয়েত্নাম ইত্যাদি অঞ্চলে বিক্রি করেন।

    সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠান মূলভূখন্ডের পুঁজিবিনিয়োগঅঞ্চল এবং কাঠামোর পরিবর্তন ঘটছে। আগে তাইওয়ানী ব্যবসায়ীরা চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুচিয়ান প্রদেশ এবং দক্ষিণাঞ্চলের কুয়াঙতুং প্রদেশে পুঁজিবিনিয়োগ করতে পছন্দ করতেন। কারণ সে অঞ্চলতাইওয়ানের কাছে এবং তার বিশেষ ভৌগলিক প্রাধান্য আছে। মূলভূখন্ডের অর্থনীতির দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে মূলভূখন্ডের বাজারে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য বাড়ানোর জন্য তাইওয়ানের বহু শিল্পপ্রতিষ্ঠান ক্রমে ক্রমে মধ্য-পশ্চিম চীনে প্রবেশ করেছে। তাদের পুঁজিবিনিয়োগের ক্ষেত্রও যথাক্রমে ঘনীভূত শ্রম ধরণের শিল্প থেকে ঘনীভূত প্রযুক্তিধরণের শিল্পে রূপান্তরিত হয়েছে। কিছু বড় শিল্পপ্রতিষ্ঠান মূলভূখন্ডে পুঁজিবিনিয়োগ করার পদক্ষেপ দ্রুততর করেছে।

    গত দশ বারো বছরে দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রসঙ্গে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের অর্থনীতি ব্যুরোর পরিচালক মিঃ হু শি চুং এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন,

 "চলতি বছরের মে মাস পর্যন্ত দু'পারের পরোক্ষ বাণিজ্যিক মূল্য ৪৩০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, এর মধ্যে মূলভূখন্ড তাইওয়ান থেকে আমদানি করেছে ৩৬০ বিলিয়ন মার্কিন ডলারের-পণ্য। বর্তমানে মূলভূখন্ড হচ্ছে তাইওয়ান দ্বীপের বহিরাগত প্রথম বিক্রি বাজার এবং প্রধান বাণিজ্যিক উদ্বৃত্ত অঞ্চল। "

    যদিও দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার আকার অপেক্ষাকৃত বড় হয়েছে, তবে দু'পক্ষের বাণিজ্য এখনো পরোক্ষ বাণিজ্য পর্যায়ে। দু'পারের প্রত্যক্ষ বাণিজ্য না হওয়ার কারণ হচ্ছে তাইওয়ানের প্রশাসনিক কর্তৃপক্ষ সর্বদাই চীনের মূলভূখন্ড এবং ব্যাপক তাইওয়ানবাসীদের প্রত্যক্ষ বাণিজ্যিক আদান-প্রদান, ডাক যোগাযোগ আর বিমান চলাচলের ব্যবস্থা চালু করার আহ্বানের সাড়া দেয় না, এবং সবসময় বাধার সৃষ্টি করে। তাইওয়ান কর্তৃপক্ষের এই আচরণের প্রতি ব্যাপক তাইওয়ানী ব্যবসায়ীরা দারুণ অসন্তুষ্ট। দু'পারের মধ্যে বহু বছর ধরে ব্যবসায় করেছেন তাইওয়ানী শিল্পপতি মিঃ চেন কুও ইউয়েন তিনি বলেছেন,

 "যদি দু'পারের মধ্যে প্রত্যক্ষ বাণিজ্যিক আদান-প্রদান, ডাক যোগাযোগ আর বিমান চলাচলের ব্যবস্থা চালু হয়, তবে দু'পারের বিপুল জনশক্তির কল্যাণ হবে, সম্পদ মিতব্যয়ী হবে, নিরাপত্তা বাড়বে, এর শত উপকার আছে , কোন ক্ষতি নেই। এই ব্যবস্থা চালু হওয়ার পর দু'পারের জনগণের আসা-যাওয়া আরো নিবিড় হবে, এটা কেবল মূলভূখন্ডে থাকা তাইওয়ানী ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গেই সংগতিপূর্ণ নয়, বরং প্রণালীর দু'পারের সকল জনগণও তা দেখতে চান।"

    মিঃ চেন আশা প্রকাশ করেছেন, তাইওয়ান কর্তৃপক্ষ যুগের প্রবণতা অনুসরণ করবে, জনমতকে সম্মান করবে, আর রাজনৈতিক অজুহাতে দু'পারের প্রত্যক্ষ বাণিজ্যিক আদান-প্রদান, ডাক যোগাযোগ আর বিমান চলাচল ব্যবস্থা চালু করার কাজ স্থগিত রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব মূলভূখন্ডের ওপর আরোপিত বৈষম্যমূলক বাণিজ্য নীতি বাতিল করবে, তাইওয়ানী ব্যবসায়ীদের মূলভূখন্ডে পুঁজিবিনিয়োগের উপর আরোপ করা অযৌক্তিক কড়াকড়ি বাতিল করবে, বাস্তব তত্পরতা দিয়ে দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান এবং সহযোগিতা সামনে এগিয়ে নিয়ে যাবে।

    তাইওয়ান কর্তৃপক্ষের নেতিবাচক আচরণের প্রতিপক্ষে চীনের মূলভূখন্ড দু'পারের জনগণ, বিশেষ করে তাইওয়ানবাসীদের কল্যাণের জন্য সবসময় দু'পারের বিভিন্ন ক্ষেত্রের বিনিময় এবং সহযোগিতা ত্বরান্বিত করে আসছে। তাইওয়ানে ধান, ফল ইত্যাদি কৃষিজাত দ্রব্য উত্পাদিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের কৃষিজাত দ্রব্য, বিশেষ করে নানা জাতের বিক্রির অবস্থা ভালো নয়। তাইওয়ানের কৃষকদের সাহায্য দেয়ার জন্য সম্প্রতি মূলভূখন্ড তাইওয়ানের কৃষিজাত দ্রব্য মূলভূখন্ডে বিক্রি বাড়ানোর জন্য নানা ব্যবস্থা চালু করেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই বছরের প্রথমার্ধে তাইওয়ানের ফল মূলভূখন্ডে বিক্রির পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় শতকরা ৪০ ভাগ বেশি। ১ আগস্ট চীনের মূলভূখন্ড আরেকটি নতুন ব্যবস্থা কার্যকরী করেছে , তা হলো, মূলভূখন্ডে প্রবেশযোগ্য তাইওয়ানের ১৫ জাতের ফলের উপর শূন্য শুল্ক ব্যবস্থা কার্যকরী করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুমান করেছেন যে, এর ফলে মূলভূখন্ডের তাইওয়ানের ফলগুলোর বিক্রির পরিমাণ আরো বাড়বে।