পয়লা সেপ্টেম্বর ইসরাইলের হারেটজ পত্রিকা সূত্রে প্রকাশ, ইসরাইল আগামী সপ্তাহে ইসরাইল, মিসর ও গাজা সংলগ্ন কেরেম শালোম অঞ্চলে চেক-পোস্ট বসাবে, যাতে গাজা অঞ্চলে প্রবেশকারী ব্যক্তি ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষা করা যায়।
খবরে প্রকাশ, মিসর থেকে গাজা অঞ্চলে প্রবেশকারী সকল ব্যক্তি ও সরঞ্জামকে এই চেক-পোস্টের মধ্য দিয়ে যেতে হবে। ইসরাইল আশা করে, এই ব্যবস্থার মাধ্যমে কার্যকরভাবে ফিলিস্তিনের সশস্ত্র ব্যক্তিদের মিসর থেকে অস্ত্রপাচার তত্পরতা রোধ করা যাবে।
ফিলিস্তিন এবং মিসর উভয়েই ইসরাইলের এই ব্যবস্থার বিরোধিতা করেছে।
|