ইস্রাইলের উপ-প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ১ সেপ্টেম্বর বলেছেন, ইস্রাইল জর্ডান নদীর পশ্চিম তীরের বৃহত্তম ইহুদি বসতি মা' আলেহ আদুমিন ত্যাগ করবে না।
ইস্রাইলের টি.ভি. কেন্দ্রের সঙ্গে সাক্ষাত্কালে তিনি বলেছেন, আদুমিন হচ্ছে ইস্রাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেছেন, ইস্রাইল জেরুজালেম ও আদুমিনের মধ্যে ৩ হাজার ৫শ' নতুন বাস ভবন নির্মাণ চুক্তি কার্যকরী করবে। যাতে জায়গা দু'টি সংযুক্ত করা যায়। কিন্তু কখন বাস ভবন নির্মিত হবে, তা তিনি বলেন নি।
|