চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামরিক নিয়ন্ত্রণ বিভাগের প্রধান চাং ইয়ান ১ সেপ্টেম্বর পেইচিংয়ে বলেছেন, চীন সমতা ও পারস্পরিক কল্যানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা চালাতে ইচ্ছুক।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য অফিসের আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি বলেছেন, চীন সরকার বেসামরিক পারমাণবিক ব্রতের উন্নয়নকে চীনের অর্থনৈতিক ও শক্তিসম্পদ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিয়েছে। বেসামরিক পারমাণবিক ব্রতে জ্বালানির চাহিদা পূরণ করার জন্য, স্বদেশের শক্তিসম্পদ ব্যবহার করার সঙ্গে সঙ্গে, চীন সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারমাণবিক জ্বালানি আমদানি ক্ষেত্রে সহযোগিতা চালানোর ওপর গুরুত্ব দেয়।
তিনি জোর দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ উন্নয়নই সংশ্লিষ্ট দেশের সঙ্গে চীনের পারমাণবিক শক্তিসম্পদ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্য । বর্তমানে চীন দশ বারোটি দেশের সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তিসম্পদ ব্যবহার সংক্রান্ত দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
|