কিরগিজস্তানের প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের কাছে কিরগিজস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ৩১ আগস্ট একটি বাণী পাঠিয়েছেন।
বাণীতে পুটিন বলেছেন, রাশিয়া ও কিরগিজস্তনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ, আস্থাবান ও পারস্পরিক সম্মানের সম্পর্ক বরাবরই দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের নিশ্চয়তা হয়ে দাঁড়াবে। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক, বহুমুখী ও পারস্পরিক উপকারিতামূলক রণনৈতিক অংশিদার সম্পর্কের উন্নয়ন দু'দেশ এবং দু'দেশের জনগণের নিখাদ স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তা মধ্য-এশিয়ার অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুকূল।
|