v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-09-01 08:55:05    
১ সেপ্টেম্বর

cri
    ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেসের প্রথম অধিবেশন লাসাতে অনুষ্ঠিত হয় ,তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত লাসাতে অনুষ্ঠিত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম অধিবেশনে ৩০১ প্রতিনিধি অংশগ্রহণ করেন । তাঁদের মধ্যে তিব্বতীয় প্রতিনিধি ২২৬ জন, অন্য সংখ্যালঘু জাতির প্রতিনিধি ৭৫ জন । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের নেতা সিয়ে ফুচি কেন্দ্রীয় কমিটি ,রাষ্ট্র পরিষদ ও চেয়ারম্যান মাও সেতুং-এর পক্ষ থেকে ভাষণ দিয়ে তিব্বত অঞ্চলে ইতিহাসে প্রথমবার গণ কংগ্রেসের অধিবেশন আয়োজন এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার জন্যে আন্তরিকভাবে অভিনন্দন জানান ।

    **টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করা হয়

    ১৯৮৫ সালের ১ সেপ্টেম্বর ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গবেষকদের নিয়ে গঠিত পরীক্ষাকারীদল জানান যে,নিউ ফান্ডল্যান্ড দ্বীপের দক্ষিণাঞ্চল ৩৬০০মিটার গভীর সমুদ্রে বিলাসবহুল জাহাজ--"টাইটানিক"-এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে ।

    **১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানী সরকার ১৫ লক্ষ সৈন্য ,২৫০০টি ট্যান্ক আর ২৩০০টি বিমান পাঠিয়ে পোল্যান্ডের ওপর হঠাত্ হামলা চালায় ,দ্বিতীয় বিশ্ব যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ।

    **১৯৬১ সালের ১ সেপ্টেম্বর ২৫টি জোটনিরপেক্ষ দেশ বেলগ্রেডে প্রথমবার আনুষ্ঠানিক সম্মেলন আয়োজন করে, ঘোষণা গৃহন করে। যুদ্ধোত্তর প্রথমকালে আন্তর্জাতিক সমাজে যুক্তরাষ্ট্র ও সোভিয়েট ইউনিয়ন এ দু'টি বৃহত্ দেশের নেতৃত্বে দুটি পরাচার বিরোধী সামরিক জোট গঠন করে । কিছু উন্নয়নমুখী দেশ বিশেষ করে নতুন স্বাধীন দেশ বৃহত্ দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকার জন্যে, স্বাধীন,শান্তিপূর্ণ নিরপেক্ষ ও জোটনিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে । টিটো,নাসের ,নেহেরু, সুকর্ণ , নক্রুমা ইত্যাদি নেতাদের প্রচেষ্টায়,১৯৬১ সালের জুন মাসে কায়রোতে ২০টির বেশী দেশ নিয়ে গঠিত জোটনিরপেক্ষ দেশগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে গৃহীত ৫টি নীতি হচ্ছে: ক. শান্তিপূর্ণ সহাবস্থান ও জোটনিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীন নীতি অনুসরণ করা ,খ. জাতীয় মুক্তি আন্দোলন সমর্থন করা,গ. বৃহত্ দেশের সামরিক গ্রুপে অংশগ্রহণ না করা, ঘ. বৃহত্ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক লীগ প্রতিষ্ঠা না করা,ঙ. বৃহত্ দেশকে সামরিক ঘাঁটি না দেয়া ।

    ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর প্রথমবার সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো একমত হয়েছে যে, অবিলম্বে বিনাশর্ত ও সম্পূর্ণভাবে ঔপনিবেশিকতাবাদ উচ্ছেদ করা, শান্তিপূর্ণ,নিরপেক্ষ ও জোটনিরপেক্ষের উদ্দেশ্য অনুসরণ করা, জাতীয় স্বাধীনতা অর্জন করার জন্যে সংগ্রামরত বিভিন্ন দেশকে সমর্থন করা,অন্য দেশের খন্ডে নির্মিত সামরিক ঘাঁটি অপসারণ করা ।

    **সপ্তম এশীয় গেমস্ উদ্বোধন

    ১৯৭৪ সালের ১ সেপ্টেম্বর সপ্তম এশীয় গেমস্ ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় । ২৫টি দেশ ও অঞ্চলের ২৪০০ খেলোয়াড় ১৬টি ইভেন্টে অংশগ্রহণ করেন । চীনের প্রতিনিধি দল মোট ২৬৯ খেলোয়াড় সেবারকার গেমসে অংশগ্রহণ করে ৩৩টি স্বর্ণপদক অর্জন করেন এবং এশিয়া দেশগুলোর মধ্যে তৃতীয় স্থান লাভ করেন ।