চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রীসেন কোও ফান এবং জাতি সংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার লুইস আরবোর ৩১ আগস্ট পেইচিংয়ে মানবাধিকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা দলিল স্বাক্ষর করেছেন ।
এই সমঝোতা দলিলে বলা হয়েছে , চীন জাতি সংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সঙ্গে মানবাধিকার সম্পর্কিত শিক্ষা , কর্মী প্রশিক্ষণ আর আইন প্রনয়ন ক্ষেত্রে সহযোগিতা করবে।
দু পক্ষের একটি আলোচনা বৈঠকে সেন কো ফান বলেছেন , চীন নিজের শক্তির উপর নির্ভর করে সামাজিক উন্নয়ন ও মানবাধিকার ব্রতের অগ্রগতি তরান্বিত করার চেষ্টা করবে , এর সঙ্গে সঙ্গে চীন বিদেশের কল্যানকর অভিজ্ঞতাও শিখবে ।
আলোচনা বৈঠকে মাদাম আরবোর মানবাধিকার ক্ষেত্রে চীনের অগ্রগতি আর দুপক্ষের সহযোগিতার উচ্চ মূল্যায়ন করেছেন ।
|