২৯ আগস্ট পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি একটি সরকারী ওয়েবসাইটে ঘোষণা করেছে, ২০০৮ সালের পেইচিং ওলিম্পিক গেমসের উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠানের সৃজনশীল ধারণা সংগ্রহ তত্পরতা গত ৩১ জুলাই শেষ হয়েছে। এবারকার ধারণাসংগ্রহ তত্পরতা গত ১ মার্চ শুরু হয়। মোট ৩৯৫টি ধারণা পাওয়া গেছে। বতর্মানে এ সব সৃজনশীল ধারণা পরিকল্পনা যাচাই করার জন্য পেইচিং ওলিম্পিক্সসাংগঠনিক কমিটির কার্যালয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে।
২৯শে আগস্ট দক্ষিণ কোরিয়ার ছেজুদোতে অনুষ্ঠিত সপ্তদশ১৭তম এশীয় টেবিল-টেনিস চ্যাম্পীয়নশীপে চীন দল পুরুষ দলগত দক্ষিণ কোরিয়া দলকে ৩:০ সেটে পরাজিত করে শীরোপা অর্জন করেছে। চীনের হংকং দল বিভাগে দক্ষিণ কোরিয়া দলকে ৩:০ সেটে পরাজিত করে নারী দলগত চ্যাম্পীয়ন হয়েছে। এবারকার প্রতিযোগিতা ২৬ আগস্ট শুরু হয়েছে এবং দোসরা সেপ্টেম্বর শেষ হবে।
২৭ আগস্ট ছিল জার্মানীর মিউনিখে অনুষ্ঠিত ২০০৫ সালের বিশ্ব কার্প শুটিং চূড়ান্ত প্রতিযোগিতার শেষ দিন। সে দিনের প্রতিযোগিতায় এথেন্স ওলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন চীনের শুটার তুলি নারীদের ১০ মিটার এয়ার রাইফল প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন। চীনের পুরুষ শুটার ঠান জন লিয়াং ১০ মিটার এয়ার পিস্টল প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেছেন। গত ২৫শে আগস্ট এ প্রতিযোগিতা শুরু হয়। মোট দশটি ইভেন্টের প্রতিযোগিতায় রাশিয়া দল ৫টি স্বর্ণপদক, চীন দল ৩টি স্বর্ণপদক এবং যুক্তরাষ্ট্র দল ১টি স্বর্ণপদক অর্জন করেছে।
২৮শে আগস্টপশ্চিম চীনের সিআনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বাস্কেটবল মৈত্রী প্রতিযোগিতায় চীনের জাতীয় পুরুষ দল ৮৯ : ৫১ পয়েন্টে আইসল্যান্ডের জাতীয় দলকে পরাজিত করেছে।
যুক্তরাষ্ট্রেউন্মুক্ত টেনিস প্রতিযোগিতা ২৯শে আগস্ট নিউইয়ার্কে শুরু হয়েছে। চীনের মূল ভূভাগের খেলোয়াড় ফোং সে, জেন জি, লি নান , সেন তিয়েন তিয়েন এবং চীনের তাইপের জেং জিয়ে লেন আর শিয়ে সু উয়ে আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা পেয়েছেন। যুক্তরাষ্ট্রের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় তাইওয়ান প্রণালীর দু' পাশের খেলোয়াড়দের অংশ নেওয়ার সংখ্যা এবার সবচেয়ে বেশী।
দ্বিতীয় চীন গল্ফ সেরা খেলোয়াড়দের প্রতিযোগিতা ২৭ আগস্ট পেইচিংএ সমাপ্ত হয়েছে। চীনের জেন লিয়েন উয়ে, লিয়ান উয়েন ছন চ্যাম্পীয়ন হয়েছেন। তারা ১ লাখ ২৬ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।
৩৪তম বিশ্ব নৌকা বাইচ প্রতিযোগিতা ২৮ আগস্ট ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে সমাপ্ত হয়েছে। জামার্নী দল মোট ২৭টি স্বর্ণপদকেরমধ্যে ১০টি অর্জন করেছে।
১৬তম এশীয় দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা ১ থেকে ৪ সেপ্টেম্বর পযর্ন্ত দক্ষিণ কোরিয়ার ইনছেনে শুরু হবে। আথ্যেন্স ওলিম্পিক গেমসের ১১০ মিটার প্রতিবন্ধক দৌঁড়প্রতিযোগিতার চ্যাম্পীয়ন চীনের লিও শিয়ান সহ ৪৯ জন দৌড়বিদ এবারকার প্রতিযোগিতায় অংশ নেবেন।
২৬ আগস্ট আন্তর্জাতিক দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ইউনিয়নের ব্রাসেল্স ধাপের প্রতিযোগিতায় ইথিওপিয়ার দৌড়বিদ বেকেলে ২৬ মিনিট ১৭ দশমিক ৫৩ সেকেন্ট সময় নিয়ে তাঁর পূর্বকার এক হাজার মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড ভংগ করেছেন। তাঁর আগেকার বিশ্ব রেকর্ড ছিল ২৬ মিনিট ২০ দশমিক ৩১ সেকেন্ট।
|